ঈদে মুক্তির প্রথম ২০ দিনে ৫০ কোটি ৮২ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে দেশের শীর্ষ নায়ক শাকিব খান ‘বরবাদ’ সিনেমার। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন এক ফেসবুক পোস্টে এমন দাবি করেছে।
শনিবার (১৯ এপ্রিল) রাতে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার ২০ দিনে গ্রস কালেকশন (টিকিট বিক্রির আয়) প্রায় ৫০ কোটি ৮২ লাখ টাকা।
এখনও পর্যন্ত ঢাকাই সিনেমায় সর্বোচ্চ আয়ের রেকর্ডটা দখলে রেখেছেন মেগাস্টার শাকিব খান। গত ঈদেই রায়হান রাফী নির্মিত ‘তুফান’ সিনেমার গ্রস কালেকশন ছিল ৫৬ কোটি টাকা।
নিজের রেকর্ড এবার নিজেই যেন ভাঙতে চলেছেন শাকিব। এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ ইতোমধ্যেই ৫০ কোটির আয় ছাড়িয়েছে।
প্রযোজকের ভাষ্য অনুযায়ী, বরবাদ ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে সক্ষম। এখন পর্যন্ত সিনেমাটির আয়ও সেই ইঙ্গিত দিচ্ছে। কারণ, এখনো ওটিটি প্ল্যাটফরম থেকে বড় অঙ্কের অর্থ আসবে। এ ছাড়া সামনে আরো সময় রয়েছে প্রেক্ষাগৃহে দাপট ধরে রাখার।
আল