ফিফা বিশ্বকাপ ২০৩০ ও ২০৩৪ সালের স্বাগতিক হবার লড়াইয়ের বিডিং করার ডেটলাইন শেষ হচ্ছে আগামীকাল। তবে এখন পর্যন্ত ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের বিড করেছে মরক্কো, স্পেন ও পর্তুগাল। আর ২০৩৪ বিশ্বাকাপের আয়োজক হবার জন্য বিড করেছে সৌদি আরব।
প্যারিস অলিম্পিকের এক অনুষ্ঠানে এই তথ্য নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
১৯৩০ সালে উরুগুয়েতে হয়েছিলো বিশ্বকাপের প্রথম আসর। তাই দেশটির রাজধানী মন্তভিদিওতে অনুষ্ঠিত হবে একটি ম্যাচ। একটি করে ম্যাচ হবে ল্যাটিন আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও। তবে বাকি ম্যাচগুলো‘র হোস্ট হবার জন্য আগ্রহ প্রকাশ করেছে যৌথভাবে তিন দেশ মরক্কো, স্পেন ও পর্তুগাল।
২০৩৪ বিশ্বকাপের হোস্টের নামও বুধবার জানাবে ফিফা। যদিও এটি আয়োজনে আগ্রহী সৌদি আরব।
সুপ্তি/ দীপ্ত সংবাদ