চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে বিপর্যয় দেখা দিয়েছে। পাসের হার কমেছে আশঙ্কাজনকভাবে, সেই সঙ্গে শূন্য পাস (শতভাগ ফেল) করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে তিন গুণের বেশি। প্রকাশিত ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে সম্মিলিত গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ পয়েন্ট কম।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়।
এবারের ফলাফলে, সারাদেশে ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ, এসব প্রতিষ্ঠানের পাসের হার শূন্য।
গত বছর (২০২৪) এইচএসসিতে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি। সেই হিসেবে এক বছরের ব্যবধানে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৩৭টি।
পাসের হারের পাশাপাশি জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ব্যাপক হারে। এবার সারা দেশে জিপিএ–৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। গত বছর (২০২৪) এই সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। ফলে গতবারের চেয়ে এবার জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।