২০২৬ সাল দেশের ক্রিকেটের জন্য ব্যস্ত বছর। অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে, সাদা ও লাল বলের সিরিজ খেলতে ঢাকা আমন্ত্রণ জানাবে বিসিবি।
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বছরের যাত্রা শুরু করবে বাংলাদেশ । ২০২৬ মৌসুমের ব্যস্ত হোম সিরিজে ৪টি টেস্ট, ১২টি ওয়ানডে এবং ৯টি টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
সূচি অনুযায়ী—
বাংলাদেশ বনাম পাকিস্তান : ৩টি ওয়ানডে
প্রথম ওয়ানডে– ১২ মার্চ, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে– ১৪ মার্চ, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ১৬ মার্চ, ২০২৬
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড : ৩টি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি
প্রথম ওয়ানডে– ১৭ এপ্রিল, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে– ২০ এপ্রিল, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ২৩ এপ্রিল, ২০২৬
প্রথম টি–টোয়েন্টি– ২৭ এপ্রিল, ২০২৬
দ্বিতীয় টি–টোয়েন্টি– ২৯ এপ্রিল, ২০২৬
তৃতীয় টি–টোয়েন্টি– ২ মে, ২০২৬
বাংলাদেশ বনাম পাকিস্তান : ২টি টেস্ট
প্রথম টেস্ট– ৮–১২ মে, ২০২৬
দ্বিতীয় টেস্ট– ১৬–২০ মে, ২০২৬
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া : ৩টি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি
প্রথম ওয়ানডে– ৫ জুন, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে– ৮ জুন, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ১১ জুন, ২০২৬
প্রথম টি–টোয়েন্টি– ১৫ জুন, ২০২৬
দ্বিতীয় টি–টোয়েন্টি– ১৮ জুন, ২০২৬
তৃতীয় টি–টোয়েন্টি– ২০ জুন, ২০২৬
বাংলাদেশ বনাম ভারত : ৩টি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি
প্রথম ওয়ানডে– ১ সেপ্টেম্বর, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে– ৩ সেপ্টেম্বর, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ৬ সেপ্টেম্বর, ২০২৬
প্রথম টি–টোয়েন্টি– ৯ সেপ্টেম্বর, ২০২৬
দ্বিতীয় টি–টোয়েন্টি– ১২ সেপ্টেম্বর, ২০২৬
তৃতীয় টি–টোয়েন্টি– ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ : ২টি টেস্ট
ওয়ার্মআপ– ২২–২৪ অক্টোবর (তিন দিনব্যাপী)
প্রথম টেস্ট– ২৮ অক্টোবর–১ নভেম্বর, ২০২৬
দ্বিতীয় টেস্ট– ১৬–২০ মে, ২০২৬
বাংলাদেশ ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’ : ২টি চারদিনের ম্যাচ ও ৩টি ওয়ানডে (মে, ২০২৬)
হাসিব/এসএ