আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দ্বিতীয় দিন ২৫ মেট্রিক টন পদ্মার ইলিশ রপ্তানি হয়েছে ভারতে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে বেনাপোল মৎস্য কর্মকর্তা। এর আগে বৃহস্পতিবার ২০ টি ট্রাকের মাধ্যমে ৫৪ মেট্রিকটন ইলিশ রপ্তানি করে রপ্তানিকারকগণ।
বাণিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানিয়েছেন বেনাপোল মৎস্য কর্মকর্তা। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার বা ১১শ ৮০ টাকা। ভারতের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪শ টন ও একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে।
বেনাপোল স্থলবন্দরের ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার মো. মাহবুবুর রহমান আসন্ন দূর্গা পুজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের ৪৯ টি প্রতিষ্ঠানকে ২,৪২০ মেট্রিকটন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। সেই প্রেক্ষিতে বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে দুই দিনে সর্বমোট ১৮টি প্রতিষ্ঠানকে ৭৯ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির জন্য অনুমতি পত্র প্রদান করা হয়েছে।
আল/ দীপ্ত সংবাদ