১৮ দিন চিকিৎসা নেয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ড সিদ্ধান্ত অনুযায়ী তাকে আজ ছাড়পত্র দেয়া হয়েছে। বিকাল পৌনে ৫টার দিকে হাসপাতাল ত্যাগ করেন নুর। তিনি বাসার উদ্দেশ্য রওনা হয়েছেন।
‘হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় শারীরিক অবস্থার বিষয়ে‘ জানতে চাইলে নুর বলেন, এখনও পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় যাব। এরপর অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেব।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে বিজয়নগর জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে দুইপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগ করে। লাঠিচার্জে গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থঅয় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টায় ঢামেক হাসপাতাল জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
এসএ