রবিবার, অক্টোবর ১২, ২০২৫
রবিবার, অক্টোবর ১২, ২০২৫

১২-১৫ ঘণ্টার মধ্যেই মিলবে রাকসু নির্বাচনের ফলাফল: ভিসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাবি উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব বলেছেন, ভোট গ্রহণের পর ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশ করতে পারবো।

রবিবার (১২ অক্টোর) দুপুরে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘রাকসু নির্বাচন অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। ভোট গ্রহণের পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সমস্ত কার্যক্রম ক্যামেরার মাধ্যমে দেখানো হবে। আমরা আশা করছি আমাদের যে লজিস্টিক সাপোর্ট টিম আছে তারা খুব দক্ষ।’

তিনি বলেন, ‘একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা বেশকিছু দিন ধরে কাজ করে আসছি। এখন একটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। প্রার্থীরাও আচরণবিধি মেনে চলছেন। তাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ অবস্থা রয়েছে তা শেষ পর্যন্ত থাকবে। ’

এদিকে, উপ উপাচার্য প্রফেসর মঈন উদ্দিন খান বলেন, ‘নির্বাচনের পরপরই রাকসু ভবনে যেন নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ শুরু করতে পারেন সেই লক্ষ্যে কাজ চলছে। এ ছাড়া নির্বাচিত ভিপি, জিএসদের জন্য কোন রুম বরাদ্দ দেয়া হবে তাও ঠিক করা হয়েছে।’

ভোটের আগের দিন থেকে ভোট শেষ পর্যন্ত প্রায় ২ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More