১০ ডিসেম্বরের সমাবেশে খালেদা জিয়াকে নেয়ার কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন, বিএনপি নেতারা। আইন মেনে শান্তিপূর্ণ সমাবেশ করার কথা জানিয়েছেন তারা। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলে খালেদা জিয়াকে কারাগারে ফিরে যেতে হবে।
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হবে ১০ ডিসেম্বর। নিরাপত্তা, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ এড়াতে সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। কিন্তু বিএনপি সেখানে যেতে চায় না। গুঞ্জন থাকলেও নেতারা বলছেন, সমাবেশে খালেদা জিয়াকে নেয়ার কোন পরিকল্পনা নেই।
আওয়ামী লীগ বলছে-খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে প্রধানমন্ত্রী বিশেষ বিবেচনায় বাসায় থাকার সুযোগ দিয়েছেন। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলে তার আর বাসায় ফেরার সুযোগ থাকবেনা।
সমাবেশকে ঘিরে নাশকতার আশঙ্কা করছে আওয়ামী লীগ। তবে বিএনপি বলছে, ঢাকা অচলের কোন পরিকল্পনা নেই তাদের। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যে কোন ধরনের নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি সাধারণ নেতাকর্মীরা প্রস্তুত থাকবে বলে জানিয়েছে আওয়ামী লীগ।