জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, ১০ টাকা কেজি চালের মতো একটি দল কার্ডের লোভ দেখাচ্ছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনী জনসভায় যোগ দিতে উত্তরাঞ্চলে যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের এ শীর্ষ নেতা।
জামায়াত আমির বলেন, আমরা মানুষকে কেনার চিন্তা করি না। আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই। যারা নিজেরাই এই কাজ করেন তারা উদোর পিন্ডি বুধোর ঘাড়ে এখন চাপানোর চেষ্টা করছেন।
মিথ্যা কোনো স্বপ্ন নয়, সরকার গঠন করলে যৌক্তিকতার ভিত্তিতে ইনসাফ ভিত্তিক উন্নয়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটে, তাদের ভালোবাসায়, তাদের সমর্থনে আমরা যতি দেশ সেবার সুযোগ পাই, সরকার গঠনের সুযোগ পাই তাহলে যৌক্তিকতার ভিত্তিতে, কোনো অলীক স্বপ্ন নয়, মিথ্য ওয়াদা নয়, বাস্তবতার ভিত্তিতে আমাদের সর্বশক্তি এবং দেশের জনগণের যে সম্পদ, সেই সম্পদ দিয়ে আমরা ইনসাফ ভিত্তিক উন্নয়ন এবং সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করব।
নির্বাচনি প্রচারে শুক্রবার পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে সভা করবেন জামায়াত আমির। পরদিন শনিবার রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভা করবেন তিনি। একই দিন গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় সভা করে ঢাকায় ফিরবেন। আগামী রবিবার দুপুর ১২টা থেকে ঢাকা–৫, ঢাকা–৬ ও ঢাকা–৭ আসনে প্রচারণা চালাবেন জামায়াত আমির।