মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬

‘হ্যা’ ভোট দিলে ৭১ থাকবে না বলা মানুষগুলোর ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই: সারজিস আলম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে ৭১ থাকবেনা- এই থাকবে না, ওই থাকবে না। আমরা মনে করি এ কথা বলা মানুষদের ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, গণভোটে ‘হ্যা’ ভোট দিলে ৭১ থাকবেনা বলা মানুষগুলোর ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই। মানুষকে যারা বিভ্রান্ত করে, তারা নতুন করে স্বৈরাচার হতে চায়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

গণভোট নিয়ে সাংবাদিকদের সারজিস আলম বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে ‘৭১ থাকবেনাএই থাকবে না, ওই থাকবে না! আমরা মনে করি এ কথা বলা মানুষদের ন্যূনতম জ্ঞান ও শিক্ষা নেই।

তিনি বলেন, সংস্কারের পক্ষে না থেকে যারা মানুষকে বিভ্রান্ত করেআমরা মনে করি তারা নতুন করে স্বৈরাচার হতে চায়। এই বাংলাদেশে কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেয়া হবে না।

তিনি আরো বলেন, আমাদের ভুললে চলবে না, এই নতুন বাংলাদেশটা আমরা একহাজারেরও বেশি শহীদের জীবনের বিনিময়ে পেয়েছি। অসংখ্য মানুষ রক্ত ঝরিয়েছে এখানে। এটার মূল কারণ ছিল দেশের মানুষ সংস্কার চাচ্ছিল।

পরিবর্তন চাচ্ছিল। কিন্তু এ সংস্কারটা হবে জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে। আর এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে লাগবে। যারা নতুন করে স্বৈরাচার হতে চাইবে, ফ্যাসিস্ট হতে চাইবেতারা চাইবে এই গণভোট টা যেন বাস্তবায়ন না হয়, গণভোটে যেন ‘না’ দেয়া হয়।”

সারজিস আরও বলেন, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, আমরা যদি সিস্টেমগুলোর সংস্কার করতে চাই জনগণের সাথে রাজনৈতিক দলগুলোর ভারসাম্য রাখতে চাই তাহলেই বাংলাদেশের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নাই এবং জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নাই।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং ১১ দলীয় জোট ও শাপলা কলি জয়যুক্ত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মান করবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More