প্রযুক্তি কোম্পানিগুলো প্রতিনিয়ত নতুন নতুন সুবিধা নিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় নতুন ফিচার আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এবার নির্দিষ্ট কারও চ্যাট লক করে রাখার সুবিধা আনছে যোগাযোগবিষয়ক প্ল্যাটফর্মটি।
কবে আসবে এ ফিচার?
অ্যান্ড্রয়েড বিটা ভার্সন v2.23.8.2-এ আপাতত ফিচারটি পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। আগামী আপডেটের মাধ্যমে এই ফিচারটি রোল আউট করা হবে অর্থাৎ ব্যবহারকারীদের অ্যাপে দেয়া হবে। হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার ডাব্লিউএবিটাইনফো–এর রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচারের ওপর কাজ করছে যেখানে ব্যবহারকারীরা পাসকোডের মাধ্যমে ব্যক্তিগত চ্যাট লক করে রাখতে পারবেন।
এ ফিচার একবার রোল আউট করা শুরু হলে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত চ্যাটে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট অথবা নির্দিষ্ট পাসকোড দিয়ে লক করে রাখতে পারবেন। এতে শুধু ওই চ্যাট–ই সুরক্ষিত থাকবে না, নিরাপদে থাকবে একাধিক মিডিয়া ফাইল যেমন ছবি, পিডিএফ, ডকুমেন্ট ইত্যাদি।
এ ফিচারের আরও একটি উল্লেখযোগ্য দিক হল, যে সব চ্যাট লক করে রাখা হবে সেসব চ্যাটে আসা মিডিয়া ফাইল যেমন ছবি, ভিডিও অটোমেটিক্যালি গ্যালারিতে সেভ হবে না। ডাব্লিউএবিটাইনফো–এর পক্ষ থেকে একটি স্ক্রিনশট দেখানো হয়েছে। যেখানে বলা হচ্ছে, লক থাকা চ্যাটগুলো একটি আলাদা সেকশনে প্রদর্শিত হবে। অনেকটা আর্কাইভের মতো, সেখানে গিয়ে সব লক চ্যাট দেখা যাবে।
চ্যাট লক করার পর কোনো ব্যক্তি যদি সেই চ্যাট ওপেন করার চেষ্টা করেন এবং পাসকোড বা ফিঙ্গারপ্রিন্ট দিতে ব্যর্থ হন, তাহলে হোয়াটসঅ্যাপ চ্যাট ক্লিয়ার করার অনুরোধ করবে। এর মানে কেউ যদি জোর করে বারবার লক খোলার চেষ্টা করে এবং ব্যর্থ হয় তাহলে আপনি আপনার চ্যাট হিস্ট্রি হারাতে পারেন। এ ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পাশাপাশি আইওএস ভার্সনেও কাজ করবে।
যূথী/দীপ্ত সংবাদ