প্রায় দেড় লাখ দর্শককে চুপ করিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন প্যাট কামিন্স। সেটায় কিছুটা হলেও সফল হয়েছেন অজি বোলাররা। দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের তারা আটকে দিয়েছে ২৪০ রানেই।
দেড়মাসের বিশ্বকাপ কর্মযজ্ঞ একেবারে শেষপ্রান্তে। বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া।
রবিবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে টসের জন্য নামেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্যাট কামিন্স।
টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও উঠেছে ব্যাপক। এমনকি নিজেদের প্রথম ১০ ওভারে খুব একটা সুবিধাও করতে পারেননি মিচেল স্টার্ক–জশ হ্যাজেলউডরা।
তবে এরপরেই লাগাম টেনে ধরে অজি বোলাররা। অজি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে রোহিত শর্মার দল।
শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ২৪০ রানের লড়াকু পুঁজি পেয়েছে ভারত।
অস্ট্রেলিয়ার হয়ে ৩টি উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। দু’টি করে উইকেট নেন জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স। একটি করে উইকেট শিকার করেন অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল।
আল/ দীপ্ত সংবাদ