ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় বুধবার (১৭ জানুয়ারি) হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান এ কথা জানান। এই ঘোষণা ৩০ দিন পর কার্যকর হবে।
যদি হুথিরা লোহিত সাগর ও আদেন সাগরে হামলা বন্ধ করে দেয় তাহলে এই ঘোষণা পুনর্মূল্যায়ন করা হবে। এ ঘোষণার আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজে হামলা চালায় হুথি।
এদিকে ফিলিস্তিনের গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। গত কয়েকদিন পশ্চিম তীরেও হামলা জোরদার করেছে তারা।
বুধবার (১৭ জানুয়ারি) বালাতা ও তুলকারেম শরণার্থী শিবিরে পৃথক ড্রোন হামলায় সাত জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এরইমধ্যে কাতারের মধ্যস্থতায় চুক্তির অংশ হিসেবে চিকিৎসা সরবরাহের একটি চালান গাজায় প্রবেশ করেছে।
এসএ/দীপ্ত নিউজ