বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দক্ষিণ পূর্ব এশিয়া অফিসের ‘বিতর্কিত’ আঞ্চলিক পরিচালক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুল‘কে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১১ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে ডব্লিউএইচও মহাপরিচালক ডাক্তার টেড্রোস আধানম গেব্রিয়েসুস কর্মীদের অভ্যন্তরীণ ইমেইলে জানিয়েছেন।
ডব্লিউএইচও পরিচালক ইমেইল বার্তায় জানানো হয়, সায়মা ওয়াজেদ পুতুল‘কে ১১ জুলাই থেকে ছুটিতে পাঠানো হবে। তার জায়গায় আঞ্চলিক অফিসে দায়িত্ব পালন করবেন সংস্থার সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাথরিনা বোহমি। তিনি আগামী মঙ্গলবার (১৫ জুলাই) নয়াদিল্লিতে অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক দপ্তরে পৌঁছাবেন।
৪ মাস আগে দুর্নীতি দমন সংস্থা (দুদক) সায়মা ওয়াজেদ পুতুল–এর বিরুদ্ধে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ এনে গত মার্চ মাসে ২ মামলা করে।
বাংলাদেশে হাসিনাকন্যা‘র বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা থাকায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ।
প্রতিবেদনে বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়ে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত মার্চে দুটি মামলা করে। এসব অভিযোগের প্রেক্ষিতেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে ছুটিতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ২০২৪ সালের জানুয়ারি মাসে ডব্লিউএইচও–র আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন। তবে তার মনোনয়নপ্রক্রিয়া শুরু থেকেই বিতর্কিত ছিল।
এসএ