১
জরুরি পরীক্ষা–নিরীক্ষার জন্য রাজধানী এভারকেয়ার হাসপাতাল ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
রবিবার (২৩ নভেম্বর) রাতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ম্যাডামের চিকিৎসার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড আছে তাদের পরামর্শক্রমে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। টেস্টের রিপোর্টগুলো নিয়ে বোর্ড পর্যালোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
সর্বশেষ গত ১৫ অক্টোবর বিএনপি চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এসএ