সিডনিতে নিজের বিদায়ী টেস্ট খেলছেন ডেভিড ওয়ার্নার। এমন এক স্মরণীয় ম্যাচের আগে নিজের অভিষেক টেস্টের ব্যাগি গ্রিন ক্যাপ হারিয়ে ফেলেছিলেন এই অজি ওপেনার। অবশেষে হারানো টেস্ট ক্যাপ ফিরে পেলেন তিনি।
শুক্রবার (৫ জানুয়ারি) ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা ওয়ার্নার ক্যাপ ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তা দেন।
যেখানে ক্যাপটি ধরে রেখে কথা বলতে দেখা গেছে তাঁকে। পাশাপাশি লিখেছেন, ‘আমি আপনাদের জানাতে পেরে খুশি ও স্বস্তি বোধ করছি যে আমার ব্যাগি গ্রিনগুলো ফিরে পেয়েছি। যেটি দারুণ সংবাদ।
সিডনিতে যে হোটেলে অবস্থান করছে অস্ট্রেলিয়া দল, সেখানেই পাওয়া যায় টুপিটি। ক্যাপ ফিরে পাওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমি অনেক কৃতজ্ঞ। কানটাস (এয়ারলাইনস), পরিবহন কোম্পানি, আমাদের হোটেল ও টিম ম্যানেজমেন্ট। সবাইকে ধন্যবাদ।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘ডেভিডের ক্যাপের হদিস পাওয়া গেছে, ব্যাপারটি অনেক স্বস্তির। এই খোঁজে সংশ্লিষ্ট সবাইকে অনেক ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ।’
উল্লেখ্য, মেলবোর্ন থেকে সিডনিতে আসার পথে তাঁর ব্যাকপ্যাকটি খোয়া গিয়েছিল, যাতে ছিল তাঁর দুটি ব্যাগি গ্রিন। ১৫ বছরের প্রিয় এই ক্যাপ ফিরে পেতে ২ জানুয়ারি ওয়ার্নার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে ক্যাপ ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে বলেছিলেন, ‘এটা আমার শেষ অবলম্বন। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।‘
এসএ/দীপ্ত নিউজ