নাটোরের গুরুদাসপুরে মিরাক্কেলখ্যাত জনপ্রিয় কমেডিয়ান আবু হেনা রনি ও তার বন্ধুদের মারধর ও তাদের ব্যবহৃত প্রাইভেট গাড়ি দুর্বৃত্তরা ভাঙচুর করেছে বলে খবর ছড়িয়েছে। তবে রনির দাবি, তিনি মারধরের শিকার হননি; একমকি তার গাড়িও ভাঙচুর করা হয়নি।
বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে রনি লেখেন, ‘কিছু অপেশাদার সাংবাদিক ভুলভাবে নিউজ করেছে। এজন্য দুঃখিত। পাশের এলাকার সিনেমা হলের সামনে আমার বন্ধুদের সঙ্গে কিছু লোকের কাথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তাদেরই গাড়ি ভাঙচুড় হয়। আমি উপস্থিত থাকায়, যত্ন করে আমার নামটা দিয়েছে। এতে আসল ভিকটিম ও আসল অপরাধী দুজনের নামই ঢাকা পড়েছে।‘
আরও পড়ুন: নাটোরে কমেডিয়ান আবু হেনা রনিসহ ৩ জনের উপর দুর্বৃত্তদের হামলা
আবু হেনা রনি নাটোরের সিংড়া উপজেলার বিলদহর এলাকার বাসিন্দা।
গত শুক্রবার (৩০ জুন) রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পুড়ানপাড়া আদম শাহ মোড়ে রনির বন্ধুদের মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে।
গুরুদাসপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।