এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের বাংলাদেশ–সিঙ্গাপুর ম্যাচের টিকিট আজ দুপুর ১২টা থেকে অনলাইনে পাওয়ার কথা ছিল। টিকিট বিক্রির এই কার্যক্রম ৮ ঘন্টা পিছিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফলে টিকিট মিলবে রাত ৮টা থেকে।
আট ঘণ্টা পেছানোর কারণ সম্পর্কে গোলাম গাউস বলেন, ‘আমাদের একটা মিটিং আছে। সেই মিটিং শেষ করে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে। অনলাইন টিকিট বিক্রির কার্যক্রমের সকল প্রস্ততিই সম্পন্ন।’
বাফুফে এবার প্রথমবারের মতো অনলাইন টিকিট সিস্টেমে প্রবেশ করছে। টিকিফাই নামক এক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে বাফুফের টিকিট বিক্রি করবে। টিকিট পাওয়া যাবে tickify.live ওয়েবসাইটে।
টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে প্রবেশ করে নাম, মোবাইল নম্বর, ইমেইল ও জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধনের পর পেমেন্ট সম্পন্ন হলে ই–মেইলে টিকিট পাবেন গ্রাহকরা। একজন এক আইডি দিয়ে ৫টি টিকিট নিতে পারবেন সর্বোচ্চ।
আল