শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

হাদি হত্যা: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিষয়ে অগ্রগতি জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরীকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে (আলটিমেটাম) শাহবাগে সমাবেশ শেষ করেছে ইনকিলাব মঞ্চ। পাশাপাশি সময়ের মধ্যে জবাব দিতে না পারলে তাঁদের পদত্যাগ দাবি করেছে সংগঠনটি।

শনিবার (২০ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে শাহবাগ মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে আলটিমেটাম দিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চ সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

তিনি বলেন, ‘আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবার পক্ষ থেকে আপনাদের জানিয়ে দিতে চাইখুনি, খুনের পরিকল্পনাকারী, সহায়তাকারী এবং পুরো চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা (প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী) খোদা বখস চৌধুরী জনতার সম্মুখে এসে এই খুনের ব্যাপারে গত ১ সপ্তাহে তারা কী পদক্ষেপ নিয়েছেন তা জনসম্মুখে জানাতে হবে।’

তিনি আরও বলেন, ‘যদি তারা জানাতে না পারেন তবে তাদের পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা ইনকিলাব মঞ্চ কোনোভাবেই ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেব না।’

আবদুল্লাহ আল জাবের বলেন, ‘ওসমান হাদিকে এক সপ্তাহ অর্থাৎ, ১৬৮ ঘণ্টা আগে গুলি করা হয়েছে। এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেপ্তার করা হয়েছে? সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি খুনিকে গ্রেপ্তারের ব্যাপারে আপনাদের আশ্বস্ত করা হয়েছে? তারা কি এখন পর্যন্ত আমাদের জানিয়েছে যে খুনি কোন জায়গায় রয়েছে? আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয়, এখানে পুরো একটা চক্র কাজ করেছে।’

এর আগে, বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়।

এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ডাকসু বিভিন্ন পর্যায়ের নেতাসহ হাদির পরিবারপরিজন উপস্থিত ছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More