৪৬
রাজধানী আজিমপুর কবরস্থানের বিপরীতে দায়রা শরীফ আবাসিক এলাকায় আওয়ামী লীগ সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।
রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ‘গুলশান আরা মাসুদা‘ নামে পরিচিত ১২তলা ভবনটিতে এই অভিযান শুরু করে যৌথ বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজী সেলিম এবং তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আর অন্য ছেলে ইরফান সেলিম পলাতক রয়েছেন।
এসএ