বাংলাদেশে পরিবেশবান্ধব, স্মার্ট এবং শক্তি সাশ্রয়ী হাইসেন্স সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম আনল ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড। ঢাকার সাভারে অলিম্পিয়া প্লাজা শপিং মলে ৭১৫–টন ক্ষমতার হাইসেন্স VRF (Variable Refrigerant Flow) সিস্টেম বসানো হবে।
শনিবার (২৫ মে) এ উপলক্ষে অলিম্পিয়া হোল্ডিংস লিমিটেড এবং ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশে হাইসেন্স VRF সিস্টেমের অনুমোদিত পরিবেশক এবং বিক্রয়োত্তর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড। দেশে শিল্প, হাসপাতাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে, ফলে HVAC সল্যুশনের চাহিদাও প্রতি বছর প্রায় ১০% হারে বাড়ছে। এই চাহিদা পূরণে হাইসেন্স তার উন্নত প্রযুক্তি, দীর্ঘমেয়াদি ওয়ারেন্টি এবং নির্ভরযোগ্য সেবার মাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।
এই উপলক্ষে বাংলাদেশ সফরে এসেছিলেন হাইসেন্স HVAC-এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মি. লি ইউবো, ওভারসিজ ডিরেক্টর মি. টনি, এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মি. অ্যালেন। চুক্তি স্বাক্ষরের সময় মি. লি বলেন, “বাংলাদেশ আমাদের জন্য খুবই সম্ভাবনাময় একটি বাজার। ফেয়ার ডিস্ট্রিবিউশন–এর সঙ্গে একসঙ্গে কাজ করে আমরা খুব দ্রুত এখানে আমাদের কার্যক্রম ৩ গুণ পর্যন্ত বাড়াতে চাই।”
ফেয়ার গ্রুপ–এর পরিচালক মি. মুতাসিম দাইয়ান বলেন, “অলিম্পিয়া হোল্ডিংসের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। হাইসেন্স VRF প্রযুক্তির মাধ্যমে আমরা দেশের আধুনিক শহুরে অবকাঠামোয় টেকসই ও বুদ্ধিমান সমাধান দিতে চাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপ–এর চেয়ারম্যান মি. রুহুল আলম আল মাহবুব এবং অলিম্পিয়া হোল্ডিংস–এর চেয়ারম্যান মি. জামিল উদ্দিন। অলিম্পিয়া হোল্ডিংস–এর ব্যবস্থাপনা পরিচালক মি. শাকিল উদ্দিন বলেন, “আমরা হাইসেন্স–এর প্রযুক্তি বেছে নিয়েছি কারণ এটি পরিবেশবান্ধব এবং শক্তি সাশ্রয়ে দারুণ কার্যকর। বিশ্বজুড়ে সম্মানিত এই ব্র্যান্ড এখন FIFA Club World Cup 2025-এর অফিসিয়াল পার্টনারও।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মি. মেসবাহ উদ্দিন (সিএমও, ফেয়ার গ্রুপ),মি. রায়ান রহমান (হেড অব বিজনেস স্ট্র্যাটেজি), মি. মো. ওসমান গনি পাভেল (হেড অব HVAC) এবং অলিম্পিয়া হোল্ডিংস থেকে ভাইস চেয়ারম্যান মি. আরিফ মোহাম্মদ ও সিইও মি. মোহাম্মদ জাবির।
২০২৪ সালে হাইসেন্স HVAC গ্লোবাল পার্টনার কনফারেন্স–এ ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড “স্ট্র্যাটেজিক পার্টনার অ্যাওয়ার্ড” পায়, যা বাংলাদেশের HVAC বাজারে তাদের অগ্রগতির স্বীকৃতি।
আল