বিশ্বকাপে দুই টেবিল টপারের লড়াই আজ। ভারত না কি নিউজিল্যান্ড, কে কাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে সেই পরীক্ষা হবে।
রবিবার (২২ অক্টোবর) ধর্মশালায় খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
ঘরের মাঠে বিশ্বকাপ, তাই ভারতই হবে আসরের সবচেয়ে ভংয়কর প্রতিপক্ষ, এই কথাটিকে আরও বাস্তবে রূপ দিচ্ছেন রোহিত শর্মা, শুভামন গিল কিংবা বিরাট, লোকেশরা। ২২ গজের উইকেটে, তাদের পাওয়ার ব্যাটিংয়ে সামনে টিকতেই পারছে না প্রতিপক্ষের কোনো বোলার।
চলতি বিশ্বকাপে খেলা চার ম্যাচের প্রতিটিতে ভারত আগ্রাসী ব্যাটিং দেখিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চাপে পরেও, ম্যাচ বের করে নিয়ে আসার মতো ধৈর্য্যের পরীক্ষাতেও টপকে গেছে রোহিত বাহিনী। আসরে শীর্ষ তিন স্কোরারের তালিকায় রোহিত, বিরাটের নামটাও বেশ উজ্বল।
বিশ্বকাপের আগে মিডল অর্ডারের অফ ফর্মের কারণে কিছুটা দূর্বল ধারণা করা হয়েছিলো ম্যান ইন ব্লুদের। কিন্তু যেভাবে প্রতিটি ম্যাচ জিতিয়ে এনেছে টপ অর্ডার, তাতে সেই সমস্যা এখনো চোখ পড়েনি কারো।
এদিকে এবার নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট,ম্যাট হেনরি,মিচেল স্যাটনার কিংবা রাঁচিন রবীন্দ্রদের তা করে দেখানোর পালা। টুর্নামেন্টে তাদের মূল অস্ত্রের সঠিক ব্যবহারের কারণেই কুপোকাত হতে হয়েছে বিশ্বের সেরা ব্যাটাদের। তাই সেরা তিন বোলারের তালিকাতেও আছেন স্যাটনার, হেনরি।
আগের দুই আসরের ফাইনালে খেলা দলটিকে নিয়ে এবারো বড় প্রত্যাশা। দলে থেকেও নেই কেন উইলিয়ামসন, তারপরও ডেভন কনওয়ে, ইউল ইয়াং কিংবা রাঁচিনদের ব্যাট অভাবটা বুঝতে দিচ্ছেনা।
প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা ভেন্যুতে জয়ের আনন্দে ভাসতে হলে, সিরাজ, বুমরাহ, কুলদ্বীপদের হয়ে উঠতে হবে আরও কার্যকরী। নয়তো ঘরের মাঠে পরাজয়ের মাশুল দিতে হবে ভারতকে।
এসএ/দীপ্ত নিউজ