হবিগঞ্জে খোয়াই নদীর পানি কমলেও বাড়ছে কুশিয়ারা নদীর পানি। এতে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। চরম দুর্ভোগে রয়েছেন জেলার নবীগঞ্জ উপজেলার ২৫টি গ্রামের ৩০ হাজার মানুষ।
বন্যা কবলিতরা পরিবারের সদস্যদের নিয়ে ছুটছেন আশ্রয়কেন্দ্রে। এ পর্যন্ত ১ হাজার ১৮০ জন বন্যা কবলিতরা আশ্রয় কেন্দ্রে উঠেছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে নবীগঞ্জে কুশিয়ার নদীর বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে । এতে ২৫টি গ্রাম প্লাবিত হয়।
জেলা প্রশাসন জানায়, বন্যা মোকাবেলায় জেলার ৯টি উপজেলার ১১৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৪২০ মেট্রিক টন চাল, ৭৮ বান্ডিল টিন ও ২ লাখ ৩৪ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, দুপুরে কুশিয়ারার পানি শেরপুর পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার, মার্কুলি পয়েন্টে ৩৩ এবং আজমিরীগঞ্জ ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে খোয়াই নদীর পানি মাছুলিয়া পয়েন্টে বিপদসীমার ২০৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
প্রিয়/ সুপ্তি/ দীপ্ত সংবাদ