ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ব্যক্তিজীবনে নানা উত্থান–পতনের মধ্য দিয়ে গেলেও কর্মজীবনে নিজস্ব সাফল্যের জায়গা গড়ে তুলেছেন। অভিনেতা শরিফুল রাজকে প্রেমের পর বিয়ে করেন তিনি। তাদের ঘরে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। এবার ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়ে কালো বোরকা পরা ভিডিও শেয়ার করেছেন তিনি।
ভিডিওতে শোনা যায়, ছোটবেলায় রাজ্য তাকে ‘মা’ বলে ডাকলেও এখন থেকে ‘আম্মু’ ডাকতে শুরু করেছে। মূলত সন্তানদের ভ্যাকসিন দেয়ার জন্যই তাদের নিয়ে বের হয়েছিলেন তিনি।
ভিডিওটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটোখাট একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড়জন কে দেখেন কি করে।’ সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার ইমোজি।
সম্পর্কের টানাপোড়নে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন পরীমণি। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়েই সময় কাটছে। বিভিন্ন সময় তাদের সঙ্গে কাটানো খুনসুটির নান মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন।