হজ্বযাত্রা নিয়ে কেউ প্রতারণা করলে, কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরাহ মেলা এবং ব্যবস্থাপনা সম্মেলন উদ্বোধনকালে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ইসলামের মূল বাণী ধারণ করে সমাজ থেকে অন্ধকার দূর করতে হবে।
বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম হজযাত্রী প্রেরণকারী দেশ। প্রতিবছর এ দেশ থেকে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে, মক্কায় যান লক্ষাধিক মুসল্লি। হজ্বযাত্রা নির্বিঘ্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের পাশাপাশি কাজ করছে, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, প্রথম জাতীয় হজ্ব ও ওমরাহ ব্যবস্থাপনা সম্মেলন আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমাজ থেকে কুসংস্কার এবং জঙ্গিবাদ নির্মূল করে ইসলামের অপব্যাখ্যাকারীদের রুখতে হবে।
হজ্ব পালনকালীন প্রত্যেককে সৌদি আরবের নিয়ম নীতি মেনে চলার নির্দেশনা দেন সরকার প্রধান। বিভিন্ন হজ ও আর্থিক সংস্থার অংশগ্রহণে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলায় প্রায় ১৫০টি স্টল ও প্যাভিলিয়ন আছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হজযাত্রীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।