ভারতের প্যাডম্যান সিনেমা সবার মনে আছে নিশ্চয়। সিনেমায় নয়, কুষ্টিয়ার কুমারখালীতে ১৫ নারী উদ্যোক্তা তৈরী করছেন ইচ্ছে নামে স্যানিটারী ন্যাপকিন। যা বাজারজাত করে এরই মধ্যে সফলতাও পেতে শুরু করেছেন তারা।
বেকারত্বর বেড়াজালে যখন দিশেহারা তখন স্থানীয় প্রশাসন হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হওয়ার পথ দেখিয়েছেন আঁখি নাজনিন, সানজিদা আক্তারসহ ১৫ নারীকে।
স্থানীয় প্রশাসনের সহায়তায় স্বল্প প্রশিক্ষণে স্যানিটারী ন্যাপকিন তৈরী করছেন তারা। পরীক্ষামুলক এসব ন্যাপকিন তৈরী করলেও তা বাজারজাত হচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
গুনে ও মানের দিক থেকে বাজারের অন্যান্য ন্যাপকিনের চেয়ে বেশ ভালো বলছেন ব্যবহারকারীরা।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল জানান, নারী উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়ায় দারুন উচ্ছসিত তিনি। তাঁর মতে এই উদ্যোক্তারাই অবহেলিত নারী সমাজের প্রতিনিধিত্ব করবে।
কুমারখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
দেবেশ চন্দ্র সরকার/এসএ/দীপ্ত নিউজ