আম্পায়ার আঙুল তুলে আউটের ঘোষণা দিয়েছিলেন। সাজঘরের দিকে হাঁটা দিয়েছিলেন ব্যাটার ইশ সোধি। শেষ ব্যাটার ট্রেন্ট বোল্টও মাঠে ঢুকে গিয়েছিলেন। কিন্তু এরপর তাকে ফিরিয়ে আনেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের ৪৬তম ওভারে আলোচিত এই ঘটনাটি ঘটে।
সে ওভারের চতুর্থ বলটি করার সময় নন স্ট্রাইকিং প্রান্তে স্টাম্প ভাঙেন হাসান। টাইগারদের আবেদনে সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন মাঠের আম্পায়াররা। রিপ্লেতে দেখা যায় হাসান স্টাম্প ভাঙার সময় উইকেটের বাইরেই ছিলেন সোধি। তবে তাকে ফিরিয়েও শেষ পর্যন্ত ফেরায়নি বাংলাদেশ।
বিতর্কিত এই আউটের জন্য হাততালি দিতে দিতে মাঠ ছাড়ছিলেন সোধি। তবে তাকে ফেরানো হলে ফিরে এসেই বোলার হাসান মাহমুদকে জড়িয়ে ধরেন তিনি। সে সময় ১৭ রানে ব্যাট করছিলেন সোধি। তাকে ফেরানোর পর আরও দুটি ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ব্যক্তিগত ৩৫ রানে সৈয়দ খালেদ আহমেদের বলে আউট হন এই অলরাউন্ডার। উইকেটের পেছনে তার ক্যাচ লুফে নেন লিটন।
সোধির এই ইনিংসেই আড়াইশ রানের কোটা পার করে নিউজিল্যান্ড। কিউইদের প্রতিষ্ঠিত ব্যাটারদের আগেই বিদায় করেছিল টাইগাররা।