জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যালয়ের পাওনা বেতন পরিশোধ করতে না পেরে অভিমানে লাভলী আক্তার নামে ৮ম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার (৫ জুন) সকালে তারাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লাভলী আক্তার উপজেলার পোগলদিঘা তারাকান্দি গ্রামের লাল মিয়ার মেয়ে।
স্থানীয় ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৭ জুন অর্ধ–বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লাভনীকে বকেয়া বেতন ও পরীক্ষার ফি বাবদ ২ হাজার ২০০ টাকা পরিশোধ করতে হবে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে বেতন নির্ধারিত সময়ে পরিশোধ করতে না পারায় ওই বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের নানাভাবে অপমান–অপদস্ত করেছে বলে অভিযোগ আছে। তাই সোমবার সকালে টাকা চাইলে লাভনীর পরিবার অর্ধেক টাকা জোগাড় করে দেয়। তবে কর্তৃপক্ষের কাছে লজ্জা পাওয়ার ভয়ে এ দিন ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে লাভনী।
তবে সব অভিযোগ অস্বীকার করে রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান বাছেদ বলেন, বিদ্যালয়ের পাওনা টাকা আদায়ের জন্য কোনো শিক্ষার্থীকে চাপ দেয়া হয় না। কোনো শিক্ষার্থী আত্মহত্যা করে থাকলে সেটা হয়তো অন্য কোন বিষয় করেছে বলে দাবি করেন তিনি।
এ নিয়ে সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দানের অনুমতি দেয়া হয়েছে।
তানভীর আহমেদ হীরা/এমি/দীপ্ত নিউজ