মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের রায় ঘোষণা কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, হাইকোর্ট ও তৎসংলগ্ন এলাকায় সেনাবাহিনী মোতায়েন চেয়ে সেনা সদরকে অনুরোধ জানিয়েছে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ।
শনিবার (১৫ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনা সদরে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্ট জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ট্রাইবুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের রায় ঘোষণা করা হবে সোমবার (১৭ নভেম্বর)।
এসএ