ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৬ অক্টোবর (সোমবার) গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অংশীজনদের মতামত গ্রহণের প্রক্রিয়ার অংশ হিসেবে এই সভা অনুষ্ঠিত হবে।
ইসি সচিবালয় সম্মেলন কক্ষে সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়া এবং দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রিন্ট মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় সংলাপে ৪ নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক জানান, প্রায় ৪০ জনের বেশি গণমাধ্যম ব্যক্তিত্ব এই সংলাপে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে সংলাপ করছে কমিশন। গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজ প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে প্রথম দিনের সংলাপ অনুষ্ঠিত হয়।
সূত্র: বাসস
এসএ