পতনের একেবারে কিনারায় পৌঁছে গিয়েছিলেন আরিনা সাবালেঙ্কা। তবে দুই ঘণ্টা ৫৪ মিনিটের নাটকীয় লড়াই শেষে জয়টাই তুলে নিলেন বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড়।
জার্মানির অবাছাই লরা সিগেমুন্ডকে ৪–৬, ৬–২, ৬–৪ গেমে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন বেলারুশ তারকা। ২৭ বছর বয়সী সাবালেঙ্কা অল ইংল্যান্ড ক্লাবে শেষ চারে উঠলেন তৃতীয়বারের মতো। এর আগে ২০২১ ও ২০২৩ সালে সেমিফাইনালে উঠেছিলেন; তবে দুবারই বিদায় নিতে হয়েছিলো এখান থেকেই।
শেষ চারে জয় পেলে টানা চতুর্থ গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠবেন সাবালেঙ্কা। ২০২৪ সালে ইউএস ওপেন জেতার পর এবারের অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনেও ফাইনালে পৌঁছেছিলেন; যদিও শেষ দুই আসরে রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে।
এদিকে পুরুষ এককের গেলো দুবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ, হ্যাটট্রিক শিরোপার পথে আরেকটু এগিয়েছেন। কোয়ার্টার ফাইনালে ব্রিটেনের ক্যামেরন নরিকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন এই স্প্যানিশ তারকা। দ্বিতীয় বাছাই আলকারাজ ৯৯ মিনিটেই জিতেছেন ৬–২, ৬–৩, ৬–৩ গেমে।