সেন্টমার্টিনে তাণ্ডব শুরু করেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা। রবিবার (১৪ মে) দুপুর ১টার পর কক্সবাজার–উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করার সময় সেন্টমার্টিনে বাতাসের গতিবেগ বাড়তে থাকে।
একইসঙ্গে বেড়েছে পানির উচ্চতা। চলছে ভারী বর্ষণও। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানান, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কক্সবাজার জেলার সেন্টমার্টিনে বাতাসের গতিবেগ আরও বৃদ্ধি পেয়েছে। এমনকি প্রবল বাতাসের কারণে ওই এলাকার বহুতল ভবনগুলো কাঁপছে।
আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি এইমাত্র সেন্ট মার্টিন আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল ইসলামের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, বর্তমানে সেন্টমার্টিনে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের মতো, যা বেলা সাড়ে ১১টার দিকেও ছিল ৮০ কিলোমিটারের মতো।‘
আজিজুর রহমান বলেন, জোয়ারের পানি ইতোমধ্যেই বাড়তে শুরু করেছে, এমনি বিকেল চারটা নাগাদ জোয়ারের পরিমাণ আরও বাড়বে। তবে বড় ধরনের জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই। জলোচ্ছ্বাসে পানির উচ্চতা ৮ থেকে ১২ ফিটের মতো বেড়ে যাবে।
আফ/দীপ্ত সংবাদ