বিজ্ঞাপন
শনিবার, জুলাই ১২, ২০২৫
শনিবার, জুলাই ১২, ২০২৫

সেনাবাহিনীকে দিয়ে বাঁধ নির্মাণের বিষয়ে ভাবছে সরকার: ফারুক ই আজম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজম বলেন, ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের ৭,৩৪০ কোটির প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবছে সরকার।

শনিবার (১২ জুলাই) সকালে ফেনীর পুরাতন মুন্সীর হাটে একটি আশ্রয়কেন্দ্রে পরিদর্শনে আসেন উপদেষ্টা। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ফেনীর উত্তরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। এসময় বন্যা দূর্ঘতরা পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা না পাওয়ায় উপদেষ্টার কাছে ক্ষোভ প্রকাশ করেন।

উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ফেনীর বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। কমছে শুরু করেছে বানের পানি। উত্তরে দুই উপজেলা ফুলগাজী ও পরশুরামে স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। দূর্গত এলাকা পরিদর্শনে এসেছেন ত্রান ও দুর্যোগ উপদেষ্টা। অপরদিকে ছাগলনাইয়া ও ফেনী সদর ও দাগনভূঞার নিচু এলাকা প্লাবিত হয়েছে। এখনো পানিবন্ধি ৩০ গ্রামের ৪০ হাজারের মত মানুষ।

প্রাথমিক হিসেবে বন্যায় ১ হাজারেরও বেশি মৎস্য ঘের ও পুকুর এবং ১ হাজার ৬৫৫ হেক্টর আমন বীজতলা ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও বন্যায় এখন পর্যন্ত পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রাণিসম্পদে ৬৪ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সড়ক ও অন্যান্য অবকাঠামোতেও ক্ষতির চিহ্ন স্পষ্ট।

আল/মামুন

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More