কুমিল্লার মুরাদনগরে একটি খালের উপর সেতু নির্মাণ করা হলেও নেই সংযোগ সড়ক।
স্থানীয়রা বাঁশের সাঁকো তৈরি করে সেতুটি ব্যবহার করছেন। তবে হাঁটাচলা ছাড়া অন্য কোন কাজে ব্যবহার করা যায় না।
শ্রীকাইল ইউনিয়নের রোয়াচালা গ্রামে খালের ওপর এই সেতু নির্মাণ করা হয় দুই বছর আগে। এটি খালের প্রস্থের চেয়ে অনেক ছোট। সংযোগ সড়ক নির্মাণ না করায় সেতুটি সড়ক থেকে বিচ্ছিন্ন। বাধ্য হয়ে স্থানিয়রা সেতুতে ওঠানামায় ব্যবহার করছে বাঁশের সাঁকো।
প্রকল্প বাস্তবায়নকারী শ্রীকাইল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শাহিনা আক্তার জানান, সেতুর কাজটি তিনিই করেছেন। খাস জমি থেকে মাটি এনে সংযোগ সড়ক নির্মাণ করা হবে।
২০১৯–২০ অর্থবছরে ৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের কাজ শুরু হয়। ২০২১–২২ অর্থবছরে নির্মাণকাজ শেষে সংযোগ সড়ক ছাড়াই উদ্বোধন করেন শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
এসএ/দীপ্ত নিউজ