যে বেগুন গতকাল ছিল ৬০ টাকা কেজি রমজানের প্রথমদিন দাম বাড়িয়ে তা বিক্রি হচ্ছে ১০০ টাকা পর্যন্ত।
পবিত্র রমজান উপলক্ষে চাহিদা বেশি লম্বা বেগুনের আর এ বেগুনই বাজারে সবচেয়ে বেশী দামে বিক্রি হচ্ছে। এছাড়া মান ভেদে অন্যান্য বেগুন ৮০ থেকে ১০০ টাকার মধ্যেই বিক্রি হতে দেখা গেছে।
রবিবার(২ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বেগুনের দামের এমন চিত্র দেখা গেছে।
রামপুরা বাজারে বাজার করতে আসা এক ক্রেতা জানান, আজকে বেগুনের দাম চাচ্ছে ১০০ টাকা কেজি। অথচ এই বেগুন গতকাল ও তার আগে ছিল ৬০ টাকা কেজি। আজকে রমজানের প্রথম দিন সবাই বাড়িতে একটু বেগুনি করবে, মূলত সে কারণে অসাধু ব্যবসায়ীরা নিজেদের মতো করে দাম বাড়িয়ে নিয়েছে।
মালিবাগ বাজারে আরেক ক্রেতা বলেন, বাজার দেখলাম লম্বা সুন্দর বেগুনের দাম চাওয়া হচ্ছে ১২০ টাকা, পরে আবার সেটা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চিকন, পাশাপাশি গোল বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। রাতারাতি বেগুনের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। এতে করে ক্রেতাদের বাড়তি টাকা গুণতে হচ্ছে।
বেগুনের দাম বৃদ্ধি নিয়ে কারওয়ান বাজারে এক সবজি বিক্রেতা বলেন, আজ বেগুনের দাম একটু বেশি। তাই খুচরা বাজারে ১০০ টাকা ১২০ টাকা করে বিক্রি হচ্ছে। চাহিদা বেশি থাকায় খুচরা বাজারের বিক্রেতারা নিজেদের মতো করে দাম বসিয়ে দিয়েছে।
ইএ/এসএ