পবিত্র ঈদুল ফিতরের নামাজ সূর্য উঠার ১৫ মিনিট পর আদায়ের নির্দেশ দিয়েছেন সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্সের কল ও গাইডেন্স মন্ত্রী শেখ আব্দুললতিফ আল শেখ।
দেশটির বিভিন্ন অঞ্চলের মন্ত্রণালয়গুলোতে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে ইসলামিক অ্যাফেয়ার্সের কল ও গাইডেন্স মন্ত্রী।
মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল ফিতরের নামাজ খোলা মাঠের পাশাপাশি সব মসজিদ ও মসজিদ–সংলগ্ন বিভিন্ন স্থানে আদায় করা হবে।
রবিবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে সৌদি গেজেট জানিয়েছে, উম আল–কুরা ক্যালেন্ডার অনুসারে সূর্য উঠার ১৫ মিনিট পর ঈদের নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে সৌদি আরব।
উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সবদেশে আগামী ৯ এপ্রিল ঈদের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হবে। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে রমজান ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে।
এসএ/দীপ্ত সংবাদ