ব্যক্তিগত কারণে শুটিং থেকে দীর্ঘদিন দূরে ছিলেন চিত্রনায়িকা পরীমণি। অবশেষে টানা দুই বছর পর বিরতি ভেঙে আবারও কাজে ফিরে ‘ডোডোর গল্প’ নামের একটি নতুন সিনেমার টানা শুটিং করছিলেন পরীমণি।
তবে এই শুটিংয়ের মধ্যেই হঠাৎ জ্বর ও ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে আবারও বিরতি নিলেন পরী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। এ দিকে হাসপাতালে অভিনেত্রীর সঙ্গী তার ছোট্ট ছেলে রাজ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বরের বিষয়টি নিজেই নিশ্চিত করেন পরীমণি।
সোমবার (১৬ অক্টোবর) এই দুঃসময়ে ছেলে এবং স্টাফ ছাড়া আর কিউই পরীমণির পাশে ছিলেন না। তাই যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এই নায়িকা।
‘এক্সপেক্টেশন যত কম জীবন তত সুন্দর’ বিশ্বাস করেন এই কথাটা একটা বেহুদা কথা। আপনার আত্মীয় স্বজনদের আপনি নিশ্চয়ই আপনার খারাপ সময়ে পাশে চাইবেন। অন্তত কেমন আছো জিজ্ঞেস করুক এতটুকুই অনেক কিছু মিন করে কখনো কখনো জীবনে।
আমি মোটেও সেলফিস ধরনের মানুষ না। তবে গত দুই এক বছর যাবত আমি ‘যে যেমন আমি তেমন’ লোক হওয়ার চেষ্টা করতেছি। এই চেষ্টায় এবারের দৌড়টা বেশ লম্বাই হলো বলা যায়। জীবনে আজাইরা, ফাও এবং সুবিধাবাদীদের যত ঝেড়ে ফেলা যায় জীবন কেবল মাত্র তখনই সুন্দর।
আমি আমার স্টাফদের যত্ন, ভালোবাসা, আন্তরিকতার কাছে ঋনী। এরাই আমার পরিবার।
প্রসঙ্গত, শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিতে চাচ্ছেন। অবশেষে দীর্ঘ বিরতি কাটিয়ে যুক্ত হয়েছেন একাধিক সিনেমায়। বর্তমানে ছেলেকে নিয়ে বেশ ভালোই আছেন পরীমণি।
শায়লা/দীপ্ত নিউজ