সোমবার, নভেম্বর ১০, ২০২৫
সোমবার, নভেম্বর ১০, ২০২৫

সুন্দরবনে নিখোঁজের দুই দিন পর পাইলট রিয়ানার মরদেহ উদ্ধার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাগেরহাটের মোংলার পশুর নদীতে পড়ে নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্রপ্রবাসী ও বিমানবাহিনীর পাইলট নারী পর্যটক রিয়ানা আজাদ (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে জয়মনিরঘোলের সরকারি খাদ্যগুদামের জেটি এলাকার পশুর নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড।

এর আগে গত শনিবার (৮ নভেম্বর) দুপুরে সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে ছোট একটি বোটে যাত্রা শুরু করেন রিয়ানাসহ ১৪ জন পর্যটক। দুপুর ১টার দিকে বোটটি মোংলার পশুর নদীর ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ের কারণে বোটটি উল্টে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন রিয়ানা আজাদ। রিয়ানা আজাদ বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক পাইলট ছিলেন। পরবর্তীতে তিনি স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক জানান, উদ্ধারকৃত মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিয়ানার বাবা বিমান বাহিনীর প্রকৌশলী আবুল কালাম আজাদ রিয়ানা তার স্বামী ও শালাশালীর পরিবার নিয়ে সুন্দরবনে বেড়াতে এসেছিলেন। তারা ঢাকার উত্তরায় বসবাস করতেন, আর তাদের মূল বাড়ি বরিশালে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More