সুন্দরবনে অস্ত্রসহ কুখ্যাত বনদস্যু হান্নান বাহিনীর প্রধান হান্নান শেখসহ সাত বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে রাতভর বাগেরহাটের রামপাল উপজেলা খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে হান্নান শেখসহ পাঁচজন সহযোগীকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক ও তিনটি রামদাসহ জব্দ করা হয়।
আটক বনদস্যুরা হলেন– মো. হান্নান শেখ (৬৫), মো. রেজাউল শেখ (৫৩), শেখ মো. কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মো. আবু তালেব খান (৪৭), মো. হোসেন আলী শেখ (৫৫) এবং মো. হাবিবুর রহমান (৫৫)।
আটকদের সবাই খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ জানান, সুন্দরবনের কুখ্যাত বনদস্যু হান্নান বাহিনী দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় জেলেদের অপহরণ, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছে। বনদস্যু দলের সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা দেয়া হয়। আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়।
জব্দকৃত অস্ত্রসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা।
ইএ