শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সুনামগঞ্জ পর্যটনকেন্দ্র টাংগুয়ার হাওরে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় মামেয়ে নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনবাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিসিআইসি ১১ কর্মকর্তা স্বপরিবারে সেঁজুতি ট্রাভেলস বাসে (নম্বর: ১৫৬০৮২) ঢাকা থেকে টাংগুয়ার হাওর ভ্রমণে যাচ্ছিলেন। ভোরে বাসটি ইনাতনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খাদে পড়া বাসচাপায় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকার মৃত্যু হয়।

এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

এ বিষয়ে জয়কলস হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটিকে খাদে উল্টে থাকা অবস্থায় পাই। ফায়ার সার্ভিস সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More