সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণার পরও নতুন করে লড়াই শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) দিনের শেষভাগে লড়াই শুরু হয়। যুদ্ধবিরতি আংশিক কার্যকর রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের এক দূত।
জাতিসংঘের এক দূত জানিয়েছেন, যুদ্ধবিরতি আংশিক কার্যকর রয়েছে। যদিও লড়াইরত দু’পক্ষের আন্তরিক আলোচনার জন্য প্রস্তুত থাকার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। কোনও পক্ষই গুরুত্ব সহকারে আলোচনায় বসার জন্য প্রস্তুত নয়।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় আলোচনার পর সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু করতে রাজি হয়েছিল।
যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় আলোচনার পর সুদানের সশস্ত্র বাহিনী এসএএফ এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স–আরএসএফ মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু করতে রাজি হয়। সেদিন রাতেই নগরীতে গোলাগুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।
১৫ এপ্রিলে সশস্ত্র বাহিনী এসএএফ ও আধাসামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে অন্তত ৪৫৯ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৪ হাজার জন।
অনু/দীপ্ত সংবাদ