বিদেশিদের সরিয়ে নিতে সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী আরএসএফের সম্মতিতে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানান, দু‘দিনের ব্যাপক আলোচনার প্রেক্ষাপটে, সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ মধ্যরাত থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়।
গত সপ্তাহে পক্ষ দুটি একাধিকবার যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা কার্যকর হয়নি। সুদান নিয়ে মঙ্গলবার (২৫ এপ্রিল) জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে, এই যুদ্ধ সুদানের বাইরেও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন, জাতিসংঘ মহাসচিব আ্যান্তোনিও গুতেরেস। সুদানকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
দেশটিতে দুই পক্ষের মধ্যে ১০ দিনের লড়াইয়ে ৪২৭ জন নিহত হয়েছেন। আহত ৩ হাজার ৭০০ জনের বেশি। জাতিসংঘের একাধিক সংস্থা এই তথ্য জানিয়েছে। সংঘাতের মুখে ইতিমধ্যে কূটনীতিকসহ অনেক বিদেশি নাগরিক সুদান ছেড়েছেন।
ক্ষমতার দ্বন্দ্বে সুদানের সামরিক ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে ১৫ এপ্রিল লড়াই শুরু হয়। এই সংঘাতের এক পক্ষে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল–বুরহান। অপর পক্ষে আরএসএফের প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি।
এফএম/দীপ্ত সংবাদ