সিলেট ভূমিকম্পের বিপজ্জনক জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, টেকটোনিক বাউন্ডারি ও ফল্টের পাশাপাশি ইন্দো–অস্ট্রেলিয়ান ও ইউরো–এশিয়ান প্লেটের কাছাকাছি অবস্থান হওয়ায় সিলেটকে এমনটা বলা হচ্ছে।
তবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমদ জানান, ভূমিকম্পের মারাত্মক ঝুঁকির জন্য সিলেটের জন্য নেই কোনো পক্ষের সতর্কবার্তা।
বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০–এ সিলেট সিটি করপোরেশন এলাকাকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ নগরীতে ৪৩ হাজার দালানের মধ্যে পাঁচ শতাধিক সুউচ্চ ভবন বা হাইরাইজ বিল্ডিং রয়েছে। এগুলো অতিমাত্রায় ভূমিকম্পরোধক কিনা তা নিশ্চিত নন কেউ।
তবে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান দাবি করেন, নতুন বিল্ডিং কোড কার্যকরের পর তা কঠোরভাবে মেনে চলা হচ্ছে বলে জানালেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী। সবশেষ গত ১৬ ফেব্রুয়ারি সকালে সিলেটের নিকটবর্তী ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
এফএম/দীপ্ত সংবাদ