সিলেটের মানুষেরা এমনিতেই ক্রীড়া পাগল। যেকোনো খেলা হলেই স্টেডিয়ামের গ্যালারি তারা মাতিয়ে রাখেন। নারী এশিয়া কাপের শুরু থেকেই স্থানীয় ক্রিকেট প্রেমিদের উন্মাদনা ছিল চোখের পড়ার মতো। এবার তাতে বাড়তি হিসেবে যোগ হতে যাচ্ছে সৌরভ গাঙ্গুলির নাম। টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতির।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। একইসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রও সৌরভের আসার কথা জানিয়েছেন। এসিসি সভাপতি জয় শাহও ফাইনালে উপস্থিত থাকবেন বলে তারা জানান।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে ১৫ অক্টোবর হবে ফাইনাল ম্যাচ। ফাইনাল উপভোগের পর সৌরভ গাঙ্গুলি-জয় শাহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন তারা।
এসিসির সভাপতি হিসেবে জয়ের এমনিতেই আসার কথা ছিল। সৌরভের আসা টুর্নামেন্টে বাড়তি মাত্রা যোগ হবে। এসিসি সূত্র বলছে, ‘ফাইনালে সৌরভ ও জয় দুজনেরই আসার কথা রয়েছে। তারা পুরস্কার দেবেন। এ ছাড়া ম্যাচ উপভোগ করবেন। ইতিমধ্যে সৌরভের সিলেটে আসার বিমানের টিকিট কাটা হয়ে গেছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা বলেন, ‘আমি যতদূর জানি সৌরভ গাঙ্গুলি আসবেন। এই নিয়ে আলোচনা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে আমি বলতে পারছি না। এটা এসিসি জানাবে।’
এর আগে দুবাইয়ে অনুষ্ঠিত পাকিস্তান-শ্রীলংকার মধ্যকার ছেলেদের এশিয়া কাপের ফাইনালে উপস্থিত ছিলেন সৌরভ। ছিলেন পুরস্কার বিতরণীতেও। তারই ধারাবাহিকতায় এবার আসছেন সিলেটে।