সিলেটে নিত্যপণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে মাঠে কাজ করছে সিলেট সিটি করপোরেশন (সিসিক), জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে কিছুটা সুফল পেতে পারেন বলে মনে করছেন ভুক্তভোগিরা।
বুধবার (২৩ মার্চ) সিলেটের বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর।
পৃথক অভিযানের সময় এ দুটি প্রতিষ্ঠান ৭টি দোকানকে জরিমানা করেছে। এসব দোকানে পণ্যের মূল্যতালিকা টানানো ছিলো না এবং ভোক্তার কাছ থেকে অতিরিক্ত মূল্য রাখা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার বিকালে তাদের পক্ষ থেকে মহানগরের আম্বরখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তার কাছ থেকে অতিরিক্ত দাম রাখার অপরাধে একটি মাংসের দোকানকে ৫ হাজার, একই অপরাধে একটি পাইকারি ডালের দোকানকে ৬ হাজার ও একটি মোদির দোকানে মূল্যতালিকা টানানো না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ মোবারক হোসেন এবং সিনিয়র সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান।
আফ/দীপ্ত সংবাদ