পুলিশি বাঁধার কারণে নির্ধারিত স্থানে অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি সিলেট জেলা ও মহানগর বিএনপি। শনিবার (১ এপ্রিল) সকাল থেকে শহীদ মিনার ও চন্ডিপুল এলাকা ঘিরে রাখে পুলিশ।
উন্মুক্ত স্থানে কোন ধরনের সমাবেশ করা যাবেনা বলে সিলেট মেট্রোপলিটন পুলিশ নিষেধাজ্ঞা দেয়ায় জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীসহ নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটি হয়।
পরে সিলেট জেলা বিএনপি চন্ডিপুল পয়েন্টের পরিবর্তে শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে এবং সিলেট মহানগর বিএনপি কেন্দ্রীয় শহীদ মিনারের পরিবর্তে সোলেমান হলে অবস্থান কর্মসূচি পালন করেন।
দক্ষিণ সুরমায় জেলা বিএনপি‘র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মুক্তাদির। এর আগে জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী মিছিল নিয়ে চন্ডীপুল পয়েন্টে জড়ো হন। পরে পুলিশি বাঁধায় তারা শুভেচ্ছা সেন্টারে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
একই সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। পরে মহানগর নেতৃবৃন্দ শহীদ সুলেমান হলে অবস্থান নেন।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
অনু/দীপ্ত সংবাদ