মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

সিলেটকে আধুনিক নগর গড়ে তোলার প্রত্যয় আওয়ামী লীগ প্রার্থীর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

২১ জুন আসন্ন সিসিক নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিরামহীন প্রচারণায় সময় পার করছেন৷

সোমবার (১২ জুন) দুপুরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান নগরীর সিলেটস্থ নেত্রকোনা সমিতির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় তিনি বলেন, নির্বাচিত হলে সিলেটে বসবাসরত কোন অঞ্চলের মানুষের সাথেই তিনি বৈষম্যমূলক আচরণ করবেন না। সব অঞ্চলের মানুষরাই যাতে সিলেটে এসে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেদিকে তিনি নজর রাখবেন।

শহরের আপামর জনসাধারণের অবদানকে স্বীকার করে সিলেটকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আনোয়ারুজ্জামান চৌধুরী৷ এরপর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে করেন গণসংযোগ।

নিজেদের পক্ষে ভোটারদের সমর্থন আদায় করে নিতে প্রতিদিনই সভা সমাবেশ, গণসংযোগে অংশ নিচ্ছেন প্রার্থীরা।

অপরদিকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল বেলা ১২ টায় নগরীর সুরমা পয়েন্ট থেকে শেখঘাট পর্যন্ত নির্বাচনী গণসংযোগ করার কথা থাকলেও তা স্থগিত করেছেন।

 

ইভান/এসএ/দীপ্ত নিউজ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More