করাচীতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ২৬ রানে হারিয়ে, দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান। বুধবার (৩ মে) করাচিতে টস হেরে ব্যাট করতে নামে পাকিস্তান।
টস হেরে ব্যাটিংয়ে আমন্ত্রিত পাকিস্তান, নবম ওভারে ফখর জামানকে হারালেও দ্রুতই ঘুরে দাঁড়ায়। অন্য ওপেনার ইমামুল হকের ৯০ আর অধিনায়ক বাবর আজমের ৫৪ রানে ভর কোরে, বড় স্কোরের পথে হাঁটে তারা। শেষ দিকে রিজওয়ান ও সালমানের ব্যাটে ভর কোরে ৬ উইকেটে ২৮৬ রানের পুঁজি পায় স্বাগতিকরা। জবাবে, টম ব্লান্ডেলের ৬৫ আর অধিনায়ক টম ল্যাথামের ৪৫ রানের পরও, ৫ বল বাকি থাকতেই ২৬১ রানে গুটিয়ে যায় কিউইরা।
সংবাদকর্মীদের নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অপমানজনক মন্তব্য করায়, ক্ষোভে ফুঁসছে গণমাধ্যম ও ফুটবলাঙ্গন। তার বক্তব্যে ক্ষুব্ধ, হতাশ ও লজ্জিত, সাংবাদিক এবং সাবেক ফুটবলাররা। তার পদত্যাগ দাবি করেছে গণমাধ্যমকর্মীরা।
যূথী/দীপ্ত সংবাদ