সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে আট সে.মি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ছয় সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ৬টা থেকে বুধবার (৩০ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বসতভিটা, বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হয়ে পানিতে তলিয়ে যাচ্ছে। বসতভিটা ছেড়ে অন্য স্থানে আশ্রয় নিচ্ছেন বন্যায় দুর্গতরা। এসব এলাকার রোপা আমন, মরিচ, আখ, বীজতলাসহ সবজি বাগান পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, পাহাড়ি ঢল ও উজানে ভারী বর্ষণে গত কয়েকদিন ধরে যমুনার পানি বৃৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামী আরো কয়েকদিন পাানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।
সিরাজুল ইসলাম/শায়লা/দীপ্ত নিউজ