সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (১০ মে) সকাল ১১টার দিকে বগুড়া–নগরবাড়ি মহাসড়কের যুগ্নীদহ কড়ইতলা ও বেলা সাড়ে ১১টার দিকে একই মহাসড়কের বাঘাবাড়ি এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন– শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকার সেলিমের স্ত্রী নার্গিস খাতুন (৩৫) ও শেলাচাপড়ী এলাকার আরশেদ প্রামাণিক (৬০)। আহতদের উদ্ধার করে প্রথমে বাঘাবাড়ী উত্তরবঙ্গ ট্যাংক–লরি সমবায় সমিতি হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১ টায় শাহজাদপুরের যুগ্নীদহ এলাকায় একটি ড্রামট্রাকের সাথে একটি করিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নার্গিস খাতুন নামে করিমনের এক যাত্রী নিহত হয় ও আহত হয় করিমনের চালক। অপরদিকে সকাল সাড়ে ১১ টার দিকে বগুড়া– নগরবাড়ি মহাসড়কে বাঘাবাড়ি গ্যাস পাম্পের সামনে একটি ট্রাক একটি অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আরশেদ প্রামণিক নিহত হন। এতে আহত হয় আরো পাঁচজন। স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি নিয়ে যায়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রাক ও অন্যান্য যানবাহন জব্দ করে থানায় নিয়ে এসেছে । এ বিষয়ে মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।
শিশির/ আল / দীপ্ত সংবাদ